বিদেশে উচ্চ শিক্ষা? জেনে নিন করনীয়! পর্বঃ২
বিদেশে উচ্চ শিক্ষা? জেনে নিন করনীয়! পর্বঃ২
এবার জানা যাক বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় আরো ১টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পর্কে। আর তা হলো GRE.
GRE:
GRE হলো Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য প্রয়োজন। এটি মূলত এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ETS) –এর একটি রেজিস্টার্ড এডুকেশনাল ব্র্যান্ড, তাই একে লেখা হয় GRE®। আমেরিকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট প্রোগ্রামে (ব্যাচেলর ডিগ্রির পর এমএস/ পিএইচডি প্রোগ্রাম) ভর্তির জন্য GRE অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রধানত science & arts ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টদের জন্য এই পরীক্ষা দিতে হয়।
GRE হলো Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য প্রয়োজন। এটি মূলত এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ETS) –এর একটি রেজিস্টার্ড এডুকেশনাল ব্র্যান্ড, তাই একে লেখা হয় GRE®। আমেরিকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট প্রোগ্রামে (ব্যাচেলর ডিগ্রির পর এমএস/ পিএইচডি প্রোগ্রাম) ভর্তির জন্য GRE অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রধানত science & arts ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টদের জন্য এই পরীক্ষা দিতে হয়।
তবে আপনি যদি GRE করেন, তবুও আপনাকে IELTS/ TOEFL পরীক্ষা দিতে হবে। GRE এর মাধ্যমে দেখা হয় যে, আপনি বাইরের দেশে গ্রাজুয়েশন করার জন্য দক্ষ বা তৈরি কিনা।
GRE এর প্রকারভেদ:
GRE কে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। আর তা হলো বিষয়টভিত্তিক GRE এবং সাধারণ GRE।
GRE কে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। আর তা হলো বিষয়টভিত্তিক GRE এবং সাধারণ GRE।
সাধারণত নিম্নলিখিত আটটি বিষয়ের উপর বিষয়ভিত্তিক GRE টেস্ট দেয়া যায়:
১। প্রাণরসায়ন (Biochemistry), কোষ এবং আণবিক জীববিজ্ঞান (Cell and Molecular Biology)
২। জীববিজ্ঞান (Biology)
৩। রসায়ন (Chemistry)
৪। কম্পিউটার সায়েন্স
৫। ইংরেজি সাহিত্য (Literature in English)
৬। গণিত (Mathematics)
৭। পদার্থ বিজ্ঞান (Physics)
৮। মনোবিজ্ঞান (Psychology)
কেউ চাইলে এর যেকোনো বিষয়ের উপর বিষয় ভিত্তিক GRE টেস্ট দিতে পারবেন। আর সাধারণ GRE –এর অন্তর্ভূক্ত বিষয়গুলো হল-
Verbal Reasoning
Quantitative Reasoning
Analytical Writing Skills
Verbal Reasoning:
এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর ইংরেজী শব্দ ও বাক্যের উপর দক্ষতা কতটুকু এবং কেমন। ইংরেজীতে আর্টিকেল লিখা থাকবে, সেই আর্টিকেলের বিষয়বস্তুগুলোকে (বাক্য) বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, এরপর প্রতিটি ভাগকে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে হবে (শব্দগুলোর সাথে বিষয়বস্তুর সম্পর্ক বের করতে হবে)।
এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর ইংরেজী শব্দ ও বাক্যের উপর দক্ষতা কতটুকু এবং কেমন। ইংরেজীতে আর্টিকেল লিখা থাকবে, সেই আর্টিকেলের বিষয়বস্তুগুলোকে (বাক্য) বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, এরপর প্রতিটি ভাগকে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে হবে (শব্দগুলোর সাথে বিষয়বস্তুর সম্পর্ক বের করতে হবে)।
সুখবর হচ্ছে, সায়েন্সের প্রোগ্রামগুলোতে ভারবাল স্কোরটা খুব বেশি গুরুত্ব বহন করে না। মোটামুটি ভারবালে ৮০০-র মধ্যে ৫০০-৫৫০ পেলেই ভাল প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। তবে হিউমেনিটিজ বা আর্টসের সাবজেক্টগুলোতে ভারবাল গুরুত্বপূর্ণ। তাই স্কলারশিপ পাওয়ার জন্য তাদের অন্তত ৬০০+ পাওয়া প্রয়োজন।
Verbal এ ৪ ধরণের প্রশ্ন থাকে। Sentence Completion, Anatomies, Analogy, Reading Comprehension. চারটার মধ্যে তিনটাই সরাসরি আপনার ভোকাবুলারি স্কিলসের উপর ডিপেন্ড করে। তাই ভোকাবুলারি হলো GRE-র Verbal এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Quantitative Reasoning:
এই অংশকে ম্যাথ সেকশনও বলা হয়। এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর গাণিতিক মৌলিক ধারণা এবং পরিমাণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বীজগণিত, জ্যামিতি ও তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা।
এই অংশকে ম্যাথ সেকশনও বলা হয়। এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর গাণিতিক মৌলিক ধারণা এবং পরিমাণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বীজগণিত, জ্যামিতি ও তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা।
এখানে হাইস্কুল লেভেলের Arithmetic, Algebra, Geometry, Word Problem- এসব আসে। মোট ২৮টা প্রশ্নের ৪৫ মিনিট সময় থাকবে। এই সেকশনে তিন ধরণের প্রশ্ন থাকে। Problem Solving, Quantitative Comparison আর Data Interpretation.
Analytical Writing Skills:
এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর যে কোনো ধরনের জটিল সমস্যা স্পষ্টভাবে ও সকল বিষয়াদি বিবেচনাধীন রেখে সমাধান করা। এই সমাধান পরিষ্কার ইংরেজীতে লিখতেও হবে।
এখানে আপনাকে দুইটি রচনা লিখতে বলা হবে। একটা Analysis of Issue, আরেকটি Analysis of Argument । GRE তে ইস্যুর জন্য ৪৫ মিনিট আর Argument এর জন্য ৩০ মিনিট সময় থাকে। রচনাগুলো লেখার পর ১০ মিনিটের ব্রেক আছে।
এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর যে কোনো ধরনের জটিল সমস্যা স্পষ্টভাবে ও সকল বিষয়াদি বিবেচনাধীন রেখে সমাধান করা। এই সমাধান পরিষ্কার ইংরেজীতে লিখতেও হবে।
এখানে আপনাকে দুইটি রচনা লিখতে বলা হবে। একটা Analysis of Issue, আরেকটি Analysis of Argument । GRE তে ইস্যুর জন্য ৪৫ মিনিট আর Argument এর জন্য ৩০ মিনিট সময় থাকে। রচনাগুলো লেখার পর ১০ মিনিটের ব্রেক আছে।
টুকিটাকি বই পত্র:
GRE এর প্রস্তুতি নেওয়ার জন্য ৪ মাস হলো যথেষ্ট সময়। তবুও আপনি নিজের ভালো বুঝে সঠিক সময়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিবেন। রাজধানীর নীলক্ষেতে হেন বই নেই, যা আপনি পাবেন না। সেখান থেকেই
GRE এর প্রস্তুতি নেওয়ার জন্য ৪ মাস হলো যথেষ্ট সময়। তবুও আপনি নিজের ভালো বুঝে সঠিক সময়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিবেন। রাজধানীর নীলক্ষেতে হেন বই নেই, যা আপনি পাবেন না। সেখান থেকেই
Barron’s new word list
Princetion verbal workbook
Nova’s Math Bible
Nova’s GRE
Word Smart I & II
এই কয়টি বই অনুশীলন করার মাধ্যমেই আপনি প্রায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন।
No comments