বিদেশে উচ্চ শিক্ষা! জেনে নিন করনীয়! পার্টঃ ১

বিদেশে উচ্চ শিক্ষা! জেনে নিন করনীয়! পার্টঃ ১
এই পার্টে IELTS সম্পর্কে আলোচনা করা হবে! পরবর্তী পার্টে আমারা GRE সম্পর্কে জানবো!..
#IELTS কী?
IELTS এর পূর্ণ মানে হলো International English Language Testing System, অর্থাৎ IELTS একটি আন্তর্জাতিক মানে সার্টিফিকেট কোর্স যেখানে আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা পরিমাপ করা হয় । আমাদের অনেকের ই মনের মধ্যে ইংরেজি নিয়ে একটু সন্দেহ বা আত্নবিশ্বাসের অভাব থাকে । কিন্তু IELTS পরীক্ষার মাধ্যমে আপনি ইংরেজি নিয়ে আপনার মনের সব ভয়, অনীহা এবং দুর্বলতা সহজেই কাঁটিয়ে উঠতে পারেন । মূলত সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটি এমন স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে শেষ করা হয় যে, ইংরেজি ভাষার প্রতি আপনার আগ্রহ জন্মাবে এবং পরবর্তীতে IELTS পরীক্ষায় ভালো করার জন্য প্রস্তুতি নিতেও দ্বিধাবোধ করবেন না ।
পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষার প্রধান ৪টি বিষয়ের উপর নজর দেয়া হয়, আর সেগুলো হলো Reading, Writing, Listening এবং Speaking । প্রতিটি বিভাগের উপর আলাদা আলাদা পরীক্ষা নেয়া হয় এবং আলাদা স্কোর দেয়া হয় । সবশেষে ৪টি স্কোর এর গড় করে IELTS এর ফাইনাল স্কোর দেয়া হয় । ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে IELTS পরীক্ষার আয়োজন করে থাকে । আর আপনি যদি ইংরেজি ভাষায় দুর্বল হয়ে থাকেন, তাহলে চাইলে IELTS পরীক্ষার জন্য কোচিংও করতে পারেন । ব্রিটিশ কাউন্সিল, সাইফুরস, উইংস সহ বিভিন্ন প্রতিষ্ঠান IELTS পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক কোর্স করিয়ে থাকে । তবে আপনি চাইলে নিজে নিজেও প্রস্তুতি নিতে পারেন ।
#কেন করবেন IELTS?
এটা হয়তোবা আমার সবচেয়ে বেশিবার শোনা প্রশ্নের মধ্যে অন্যতম । এটা সত্যি যে আমরা বেশিরভাগ সময় বিশ্বাস করি যে বাহিরের দেশে পড়াশোনা বা ক্যারিয়ার গড়তে যেতে চাইলেই শুধু IELTS করতে হয় । ইংরেজি ভাষাভাষী দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডায় যেতে চাইলে আপনি যেখানে গিয়ে ঠিকমত ইংরেজি ভাষায় সকল কাজ করতে পারবেন কিনা তা IELTS এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় । কিন্তু আপনি যদি দেশের বাহিরে যেতে নাও চান, তবু আমি মনে করি IELTS করা উচিৎ । কেননা একটি IELTS এর স্কোর ইংরেজি ভাষার উপর আপনার পারদর্শিতার মাপকাঠি স্বরূপ এবং যেকোন স্থানে গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য যথেষ্ট উপযোগী ।
.........................................................................
পরিক্ষা পদ্ধতিঃ
স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডির শিক্ষার্থীরা একাডেমিক মডিউলে পরিক্ষা দিতে পারবে আর কারিগরি বিভাগে ভর্তির জন্য জেলারেল মডিউলে দিতে হবে।ইমিগ্রেশনে যেতে চাইলেও জেনেরএল মডিউলে পরিক্ষা দিতে হবে , কোন মডিউলে পরিক্ষা দিবেন তা আগেই জেনে নিতে হবে। আইএলটিএস পরিক্ষা চারটি অংশে হয়- রিডিং,রাইটিং,স্পিকিং এবং লিসেনিং ।
রিডিং:
এখানে বই , জার্নাল , সংবাদপত্র এবং ম্যাগাজিন থেকে কিছু অংশ তুলে দেওয়া হয় ।এখান থেকে পড়ে উত্তর দিতে হয়। সঠিক উত্তর,সংক্ষিপ্ত উত্তর, বাক্য পুরণ ইত্যাদি উত্তর দিতে হয়। এক ঘন্টায় তিনটি বিভাগে ৪০ টির মতো উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের ।
রাইটিং:
এখানে এক ঘন্টায় দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্নে সাধারনত কোনো চার্ট বা ডায়াগ্রাম থাকে , দ্বিতীয় প্রশ্নে কোনো বিষয়ের উপর মত বা যুক্তি উপস্থাপন করতে বলা হয় । প্রথম প্রশ্নের উত্তর ১৫০ শব্দে লিখতে হয়,দ্বিতীয়টি একটু বেশি নম্বর থাকে,২৫০ শব্দে লিখতে হয় ।এর চেয়ে কম লিখা উচিত নয়।
স্পিকিংঃ
এখানে মোটামুটি ১১ থেকে ১৫ মিনিটে তিনটি বিভাগে পরিক্ষা দিতে হয় । প্রথম বিভাগে কিছু সাধারণ প্রশ্ন করা হয়,এই যেমনঃ পরিবার, বন্ধু,কাজ ইত্যাদি। দ্বিতীয় বিভাগে একটি নির্দিষ্ট বিষয়ে দুই মিনিট কথা বলতে হয়। এর আগে অবশ্য প্রস্তুতির জন্য এক মিনিট দেওয়া হয়।তৃতীয় বিভাগে থাকে নির্দিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদের সাথে চার পাঁচ মিনিটের কথোপকথন ।
লিসেনিং:
এ অংশে সিডি থেকে শুনে প্রশ্নের উত্তর করতে হয়। পরিক্ষার সময় যে কোনো বিষয়ে বক্তৃতা , কথোপকথন বা অন্য কোনো বিষয়ে অডিও সিডি শোনানো হয়। এখান থেকে শুনে উত্তরপত্রে প্রশ্নের উত্তর লিখতে হয়। পরিক্ষা হয় ৩০ মিনিটে। শেষে ১০ মিনিট সময় দেওয়া হয় সব উত্তর প্রশ্নপত্র থেকে উত্তর পত্রে লেখার জন্য। একটি প্রশ্ন এক বার ই শোনানো হয়। এখানে সংক্ষিপ্ত উত্তর, সঠিক উত্তর বেছে নেয়া এসব প্রশ্ন থাকে ।
স্কোরিং:
১-৯ এর স্কেলে স্কোরিং করা হয়ে থাকে। চারটি অংশে আলাদা করে ব্যান্ড স্কোর করা হয় আবার চারটি অংশের গড় করে সম্পূর্ণ একটি স্কোর ও দেওয়া হয়।আপনার প্রয়োজনীয় স্কোর করতে পারলেই এ পরিক্ষার উদ্দেশ্য সফল হবে, এখানে পাস বা ফেইলের কোন ব্যাপার নেই। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৬.৫ থেকে ৭.৫ স্কোর থাকতে হয়। কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যান্ড স্কোর পৃথকভাবে ভালো করতে হয়। সম্পূর্ণ স্কোর ভালো হলেও একটিতে স্কোর কম হলে ভর্তির সুযোগ নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ন্যূনতম স্কোর সম্বন্ধে আগেই অবগত থাকা প্রয়োজন।

No comments

Powered by Blogger.