Geography & Environment বিষয়ে পড়াশুনা করে বিদেশে পড়ার জন্য, স্কলারশিপ পেতে করণীয় ! পার্টঃ১

Geography & Environment বিষয়ে পড়াশুনা করে বিদেশে পড়ার জন্য, স্কলারশিপ পেতে করণীয় ! পার্টঃ১


প্রথমে ভূগোলে অনার্স (BSc) করার পর GRE অর্থাৎ Graduate Record Examination পরীক্ষা দিতে হবে ।। এটা সরাসরি অ্যামেরিকা থেকে অনলাইনে গ্রহন করা হয় ।। এই পরীক্ষায় ৩১০+ নম্বর থাকলে, অ্যামেরিকার ভালো ভালো ভার্সিটিতে মাস্টার্স ও পিএইচডি এর জন্য আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমেই ।। সাথে লাগবে TOEFL কিংবা IELTS পরীক্ষার ভালো নম্বর অর্থাৎ IELTS হলে ৭+ ।। সব কমপ্লিট হয়েগেলে অ্যামেরিকান বিশ্ববিদ্যালয় সমূহ RA/TA Research /Teaching Assistant হিসেবে ফেলোশিপ / স্কলারশিপ দেবে ।। এরকমই অ্যামেরিকার একেবারে প্রথম সারীর একটি বিশ্ববিদ্যালয় হলো “Yale University” ….
যেখানে প্রতি বছর ভূগোল ও ভূগোলের বিভিন্ন অঙ্গ বিষয়াদি সম্পর্কে পড়াশুনা করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অ্যামেরিকাতে পাড়ি জমায় !!
অ্যামেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্র বিভিন্ন স্কলারশিপ দেয় ।। এরকম ৩ টি স্কলারশিপ হলোঃ ১] Erasmus Mounds ২] ইংল্যান্ডের Commonwealth Scholarship ও ৩] জার্মানির DAAD….
এইগুলো বিভিন্ন ক্ষেত্রের স্টুডেন্টদের জন্য দেয়া হলেও ভূগোল গ্র্যাজুয়েটদের জন্য এইগুলোতে সুযোগ অনেক অনেক বেশী ।। কারন ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও ভূগোল সংশ্লিষ্ট বিষয়াদি বেশী ।। অতএব দেশ এবং বিদেশ কোথাওই ভূগোলের গুরুত্ব কম নয় ।। বিদেশে আরও উচ্চ শিক্ষা নিয়ে একজন ভূগোলবিদ বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশ সংস্থা সমূহ, উন্নয়ন সংস্থা সমূহতে লাখ লাখ টাকা বেতনে গবেষক বা কর্মকর্তা হিসেবে নিয়োজিত হতে পারে ।। হতে পারেন জ্যোতির্বিদ কিংবা মহাকাশ বিজ্ঞানী, চাকরী পেতে পারেন নাসাতেও !!
পেতে পারেন আন্তর্জাতিক বিভিন্ন পরিবেশ পদক, যা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে ।। আর বর্তমানে “Climate Change” এর উপরে সারা পৃথিবীতে চাকরীর বাজার খুব চড়া !

No comments

Powered by Blogger.