দূর অনুধাবন প্রযুক্তি (Remote Sensing) পার্টঃ২
দূর অনুধাবন প্রযুক্তি (Remote Sensing) পার্টঃ২
দূর অনুধাবন প্রযুক্তি (Remote Sensing) দূর থেকে বস্ত্তর সঙ্গে শারীরিক সংস্পর্শে না এসে গৃহীত পরিমাপের সাহায্যে ভৌতিক পদার্থ সম্পর্কে তথ্য সংগ্রহ। সাধারণত বিমান বা উপগ্রহ এ পদ্ধতি সমাধা করে। দূর অনুধাবন প্রযুক্তিকে তিনটি পর্বে বিভক্ত করা যায়: (ক) কোনো প্লাটফর্মে বসানো সেন্সর থেকে উপাত্ত সংগ্রহ, যেমন একটি উপগ্রহ (খ) উপাত্ত ব্যবহার এবং (গ) উপাত্তের ব্যাখ্যা যা পরীক্ষাকৃত পৃষ্ঠের বিষয়ভিত্তিক মানচিত্র প্রণয়ণে কাজে লাগে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ ব্যবহারকারী দূর অনুধাবন ব্যবস্থার
চারটি উপাদান আছে- সূত্র বা উৎস; ভূ-পৃষ্ঠের সঙ্গে পারস্পরিক ক্রিয়া; বায়ুমন্ডলের সঙ্গে মিথস্ক্রিয়া এবং একটি সেন্সর। তড়িৎ চুম্বকীয় বিকিরণের উৎস প্রাকৃতিক হতে পারে যেমন সূর্যের প্রতিফলিত আলো বা পৃথিবীর বিচ্ছুরিত উত্তাপ, অথবা মানুষ সৃষ্ট যেমন মাইক্রোওয়েভ রাডার। ভূ-পৃষ্ঠের পারস্পরিক ক্রিয়া অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বিচ্ছুরিত বা প্রতিফলিত বিকিরণের পরিমাণ বা বৈশিষ্ট্য নির্ভর করে বস্ত্তর বৈশিষ্ট্যের ওপর। তড়িৎচুম্বকীয় শক্তি বায়ুমন্ডলের ভেতর দিয়ে অতিক্রম করার সময়ে বিকৃতিপ্রাপ্ত ও বিক্ষিপ্ত হয় যা বায়ুমন্ডলীয় মিথস্ক্রিয়া হিসেবে বিবেচিত এবং বায়ুমন্ডল ও ভূ-পৃষ্ঠের সঙ্গে মিথস্ক্রিয়াকারী তড়িৎচুম্বকীয় বিকিরণ ধরা পড়ে একটি সেন্সরে- যেমন রেডিওমিটার বা ক্যামেরা।
কৌশল ভেদে তিন প্রকারের দূর অনুধাবন প্রযুক্তি প্লাটফর্ম রয়েছে। বিমান চিত্র দূর অনুধাবন প্রযুক্তির সবচেয়ে পুরানো পদ্ধতি এবং আজকের এ উপগ্রহ ও ইলেকট্রনিক স্ক্যানারের যুগেও তা দূর অনুধাবন প্রযুক্তি উপাত্তের সবচেয়ে বহুল ব্যবহূত পদ্ধতি। বিমানচিত্রের অর্থ কোনো বিমান বা বেলুনে স্থাপিত ক্যামেরার সাহায্যে ভূ-পৃষ্ঠের চিত্রগ্রহণ। বৃহদাকৃতির মানচিত্র প্রণয়ন বা সামরিক কাজে এ ধরনের চিত্র খুবই কার্যকর। রাডার ব্যবহারের মাধ্যমে বিমানচিত্রাদি সংগ্রহ করা হয়। এটি একটি উচ্চ ব্যয়বহুল কৌশল বা টেকনিক যা প্রধানত সামরিক উদ্দেশ্যে ব্যবহূত হয়। ‘উপগ্রহ দূর অনুধাবন’ অধিকতর আধুনিক উদ্ভাবন। দূর অনুধাবন উপগ্রহসমূহের নক্সা প্রয়োজনমাফিক প্রণীত হয় এবং পৃথিবীর সম্পদরাজি, আবহাওয়া, যোগাযোগ বা সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার অতি ব্যাপক।
পৃথিবীর সম্পদরাজি নিরূপণের জন্য ব্যবহূত সবচেয়ে বহুল ব্যবহূত উপগ্রহ হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যান্ডস্যাট সিরিজ, ফ্রান্সের স্পট (spot) স্যাটেলাইট সিরিজ ও ভারতের IRS সিরিজ। এগুলো বিভিন্ন ধরনের স্ক্যানারের বাহক, যেমন মাল্টি স্পেকট্রাল স্ক্যানার (MSS), থিম্যাটিক ম্যাপার (TM), প্যানক্রোম্যাটিক (PAN) স্ক্যানার, হাই রেজোল্যুশন ভিজিবল (HRV) স্ক্যানার, লিনিয়ার ইমেজিং এবং সেল্ফ স্ক্যানিং (LISS) সিস্টেম, ওয়াইড ফিল্ড স্ক্যানার (WIFS) ইত্যাদি। সবচেয়ে বহুল প্রচলিত আবহাওয়া সংক্রান্ত উপগ্রহের মধ্যে রয়েছে NOAA, NIMBUS, GOES Meteos ও Himawari। ব্যবহারকারী দেশসমূহ সরাসরি উপগ্রহ কোম্পানি অথবা কোম্পানি নির্ধারিত গ্রাহক কেন্দ্রসমূহ থেকে সচিত্র কিংবা ডিজিটাল আকারে উপগ্রহ উপাত্ত ক্রয় করতে পারে।
দ্বিতীয়াংশ.....
No comments